১ম শ্রেণির মূল্যায়ন ছক ২০২৩ (কারিকুলাম ২০২২)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩ সাল থেকে প্রাথমিকে ১ম শ্রেনির শুধুমাত্র সামষ্টিক মূল্যায়ন হবেনা। বরং বেশি গুরুত্ব দেওয়া হয়েছে গাঠনিক বা ধারাবাহিক মূল্যায়নে। নতুন শিক্ষা ক্রমে ১ম শ্রেণির মূল্যায়ন ছক এখন থেকে এভাবেই মূল্যায়ন করতে হবে। ১ম শ্রেণি শেষে কোনো পরীক্ষা হবে না। গাঠনিক ও সামষ্টিক মূল্যায়ন হবে।

এবং এই গাঠনিক ও সামষ্টিক মূল্যায়ন হবে তিন মাস অন্তর অন্তর।

প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক হয়তো জানেন না ১ম শ্রেণির ১ম শ্রেণির মূল্যায়ন ছক ২০২৩ সম্পর্কে। এখানে ১ম শ্রেণির সব বিষয়গুলোর বছরব্যপি মূল্যায়ন ছক দেওয়া হলো। পরবর্তিতে ছুটি পরিবর্তন করা হয়।

বি.দ্র: ১ম শ্রেণির মূল্যায়নের জন্য ১ম শ্রেণির শিক্ষক ডায়েরি ১ ও ২ ব্যবহার করুন।

১ম শ্রেণির মূল্যায়ন ছক ২০২৩ : PDF Download


১ম শ্রেণির মূল্যায়ন ছক ২০২৩

আরো পড়ুনঃ 

4 মন্তব্যসমূহ

  1. উপবৃত্তির টাকা কবে দিবে ২০২২

    উত্তরমুছুন
  2. ২য়-৫ম পর্যন্ত ফলাফল সংরক্ষণ ছক প্রয়োজন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পোস্টের মধ্যে লিংক দেওয়া হয়েছে। সেখান থেকে ডাউনলোড করুন।

      মুছুন
নবীনতর পূর্বতন