জেএসসি/অষ্টম শ্রেণি ১ম অধ্যায় প্যাটার্ন বহুনির্বাচনি গুরুত্বপূর্ণ পশ্ন।

 জেএসসি/অষ্টম শ্রেণি ১ম অধ্যায় প্যাটার্ন বহুনির্বাচনি গুরুত্বপূর্ণ পশ্ন।

jsc math pattern mcq suggestion


১। ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়।

ক) ৩০ টি

খ) ৩১ টি

গ) ৩২ টি

ঘ) ৩৪ টি

২। ২১- এর মৌলিক গুণনীয়ক কয়টি?

ক) ২টি

খ) ১টি

গ) ৩টি

ঘ) ৪টি

৩। -৪, -১, ৪, ১১, ২০ . . . . .  তালিকার পরবর্তী সংখ্যা নিচের কোনটি?

ক) ৩১

খ) ৩৫

গ) ৩৯

ঘ) ৪১

৪। ’ক’ সংখ্যাক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত?

ক) ক

খ) ক

গ) ২ক-১

ঘ) ২ক+১

৫। ১, ৩, □, ২৭, ৮১ . . . .  এর ফাঁকা স্থানে কী বসবে?

ক) ৫

খ) ৬

গ) ৯

ঘ) ১২

৬। ০,৩,৮,১৫,২৪  . . . . . এই প্যাটার্নে ব্যবহৃত/সাধারণ রাশি নিচের কোনটি?

ক) ২ক-১

খ) ২ক+১

গ) ক-১

ঘ) ক+১

৭। ১০০০১ কোন বীজগণিতীয় রাশির শততম পদ কত?

ক) ১+ক

খ) ১+৯৯ক

গ) ক-১

ঘ) ৯৯ক-১

৮। ২,৩,৫,৭  . . . .  মৌলিক সংখ্যার প্যাটার্নটির ৭ম পদ কত?

ক) ১৩

খ) ১৭

গ) ১৯

ঘ) ২৩

৯। নিচের কোন সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায় না?

ক) ১০

খ) ১৩

গ) ১৬

ঘ) ৫০

আরো দেখুনঃ জেএসসি/অষ্টম শ্রেণি ১ম অধ্যায় প্যাটার্ন সৃজনশীল প্রশ্ন সাজেশন।


১০। ১+২+৩+৪+  . . . . . .  + ৪০ = কত?

ক) ৮০০

খ) ৮২০

গ) ১৬০০

ঘ) ১৬৪০

১১। ৫,১২,২০,২৯  . . . . .  তালিকার পঞ্চম সংখ্যাটি কত?

ক) ৩৯

খ) ৩৮

গ) ৩৭

ঘ) ৩৬

১২। (ক২+১) বীজগণিতীয় রাশিটির কত তম পদ ১০১?

ক) ১০তম

খ) ২৩ তম

গ) ৫০ তম

ঘ) ১০০ তম

১৩। নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাক্কি?

ক) ০, ১, ২, ৩, ৪ . . . .

খ) ০, ১, ১, ২, ৩ . . . . . .

গ) ৩, ৩, ৬, ৭, ১২ . . . . .

ঘ) -১, ১, ০, ১, ২ . . . .

১৪। ১ থেকে ২০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা সমষ্টি কত?

ক) ৮১

খ) ১০০

গ) ২১০

ঘ) ৪০০

১৫। ৪ ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত হবে?

অথবা, ৪ ক্রমের ম্যাজিক বর্গসংখ্যার কলাম বরাবর সংখ্যাগুলোর সমষ্টি কত?

ক) ১৬

খ) ১৭

গ) ৩৪

ঘ) ৬৮

১৬। ক-১ = ২৪ হলে ’ক’ এর মান কত?

ক) ৩

খ) ৪

গ) ৫

ঘ) ৬

১৭। ৪ক+৩ প্যাটার্নের ১০০তম পদ ৪০৩ হলে উহার ৫০ তম পদ কোনটি?

ক) ২০১.৫

খ) ২০৩

গ) ৩০৩

ঘ) ৮০৬

১৮। নিচের কোন সংখ্যাটিকে একাধিক উপায়ে দুইটি বর্দের সমষ্টিরুপে প্রকাশ করা যায়?

ক) ৫

খ) ১০

গ) ২৫

ঘ) ৬৫

১৯। কোনটি বিজোড় সংখ্যার প্যাটার্ন?

ক) ২ক

খ) ২ক+১

গ) ২ক-১

ঘ) ৩ক

২০। নিচের কোন সংখ্যাযুগল পূর্ণবর্গ সংখ্যা?

ক) ৪, ১৬

খ) ৪, ১৬

গ) ২৫, ৫২

ঘ) ২,৪

২১। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে কোন সংখ্যা সহজেই নির্ণয় করা যায়?

ক) মৌলিক

খ) যৌগিক

গ) জোড়

ঘ) বিজোড়

২২। দুই অংকবিশিষ্ট যেকোনো সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যার সাথে পূর্বের সংখ্যার যোগফলকে কত দ্বারা ভাগ করলে সর্বদাই নিঃশেষে বিভাজ্য হবে?

ক) ৩

খ) ৯

গ) ১১

ঘ) ২

২৩। দুই অঙ্কের যেকোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

ক) ০

খ) ৩

গ) ৫

ঘ) ৯

২৪। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?

ক) ৩

খ) ২

গ) ১

ঘ) ০

২৫। ’ক’ চিহ্নিত ঘরের মান কত?

১১

১০

) ১

খ) ২

গ) ৫

ঘ) ৮

২৬। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যার প্যাটার্ন?

ক) বিজোড় স্বাভাবিক সংখ্যার

খ) বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির

গ) জোড় স্বাভাবিক সংখ্যার

ঘ) জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির

আরো দেখুনঃ জেএসসি গণিত সাজেশন।


২৭। স্বাভাবিক জোড় সংখ্যার প্যাটার্নকে কোন রাশি দ্বারা প্রকাশ করা যায়?

ক) ২ক+১

খ) ২ক-১

গ) ক+১

ঘ) ২ক

২৮। ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতটি বিজোড় মৌলিক সংখ্যা রয়েছে?

ক) ৩০

খ) ২৫

গ) ২৪

ঘ) ২৩

২৯। ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৪ অঙ্কটি কতবার আসে?

ক) ১০

খ) ১১

গ) ১৯

ঘ) ২০

৩০। ১, ২, ৪, ৮,  . . . .  প্যাটার্নটির দশম সংখ্যাটি কত হবে?

ক) ১২৮

খ) ১৯২

গ) ২৫৬

ঘ) ৫১২

৩১। ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্নের ৭ম সংখ্যাটি কত?

ক) ১৩

খ) ৮

গ) ৫

ঘ) ৩

৩২। (২ক-১) রাশিটির ক্ষেত্রে-

  •      i.        দ্বিতীয় পদ ১
  •     ii.        পদগুলো সর্বদাই বিজোড়
  •   iii.        প্রথম পাঁচাটি পদের যোগফল ২৫

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

৩৩। ২, ৪, ৮, ১৬ . . . . প্যাটার্নটিতে-

  •      i.     পদগুলোর পার্থক্য হল ২,৪,৮
  •     ii.        ১ম পদের ঘন তৃতীয় পদ
  •   iii.        ৪র্থ পদের বর্গমূল ২য় পদ

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

৩৪। ১,৩,৫,৭  . . . . ৩১ সংখ্যাগুলো-

  •      i.        মৌলিক সংখ্যা
  •     ii.        বিজোড় সংখ্যা
  •   iii.        সংখ্যাগুলোর যোগফল ২৫৬

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

৩৫। (ক২-১) বীজগণিতীয় রাশি হলে-

  •      i.        প্রথম পদ শূন্য
  •     ii.        প্রথম তিনটি পদের সমষ্টি ১১
  •   iii.        প্রতিটি পদ জোড় সংখ্যা

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

৩৬। ২৫ সংখ্যাটি সম্পর্কে আমরা জানি-

  •      i.        এটি দুটি বর্গ সংখ্যার সমষ্টি
  •     ii.        এটি তিনটি মৌলিক সংখ্যার সমষ্টি
  •   iii.        এটি একটি পূর্ণ বর্গসংখ্যা

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

৩৭। ২, ৩, ৫, ৭,  . . . .  মৌলিক সংখ্যার তালিকায়-

  •      i.        প্যাটার্ন বিদ্যমান নেই
  •     ii.        পরবর্তি সংখ্যা দুটি ১১, ১৩
  •   iii.        পার্থক্য ২

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

 

উপরের প্রশ্নগুলোর উত্তরসমূহ নিচে দেওয়া হলো


১। উ: ৩৪ টি

২। উ: ২টি

৩। উ: ৩১

৪। উ: ক

৫। উ: ৯

৬। উ: ক-১

৭। উ: ১+ক

৮। উ: ১৭

৯। উ: ১৬

১০। উ: ৮২০

১১। উ: ৩৯

১২। উ: ১০ তম

১৩। উ: খ) ০, ১, ১, ২, ৩ . . . . . .

১৪। উ: খ) ১০০

১৫। উ: ৩৪

১৬। উ: গ) ৫

১৭। উ: ২০৩

১৮। উ: ঘ) ৬৫

১৯। উ: গ) ২ক-১

২০। উ: খ) ৪, ১৬

২১। উ: ক) মৌলিক

২২। উ: গ) ১১

২৩। উ: ক) ০

২৪। উ: খ) ২

২৫। ‍উ: ৫

২৬। উ: খ) বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির

২৭। উ: ঘ) ২ক

২৮। উ: ২৪

২৯। উ: ১৯

৩০। ‍উ: ৫১২ ( প্যাটার্ন = ২ক-১)

৩১। উ: ৮

৩২। উ: গ) ii ও iii

৩৩। উ: ঘ) i, ii ও iii

৩৪। উ: গ) ii ও iii

৩৫। উ: ক) i ও ii

৩৬। উ: ঘ) i, ii ও iii

৩৭। উ: ক) i ও ii

 বহুনির্বাচনী প্রশ্নগুলোর পিডিএফ ডাউনলোড করতে নিচের ডাউনলোড লেখায় ক্লিক করুন।

Download

 


Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন