৯ম সপ্তাহ (অষ্টম) ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১

৯ম সপ্তাহ (অষ্টম) ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা হলো ৯ম সপ্তাহ (অষ্টম) ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১। তোমরা যারা ৮ম শ্রেণির শিক্ষার্থী তাদের জন্য এই পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ পোস্টটি পড়লে তোমরা বুঝতে পারবে অষ্টম শ্রেণির বাংলা এসাইনমেন্ট ২০২১ কিভাবে লিখতে হবে।

৯ম সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্টটি তোমরা পেয়েছো। আজ তোমাদের অষ্টম শ্রেণির বাংলা এসাইনমেন্ট ২০২১ দেওয়া হবে। তোমরা এসাইনমেন্টটি লেখার আগে পুরো পোস্টটি পড়বে। তোমাদের হয়তো মনে হতে পারে সম্পূর্ণ পোস্টটি পড় সময় নষ্ট ছাড়া কিছুই নয়। কিন্তু সেটা হবে তোমাদের ভূল ধারণা। পোস্টটিতে বেশিরভাগ অংশ জুড়ে থাকবে তোমাদের ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বাংলা সমাধান ২০২১ নিয়ে। তাই তোমাদের প্রতি সাজেশন থাকবে নিচের বাংলা এসাইনমেন্ট প্রশ্নগুলো সহ সমস্ত পোস্টটি পড়ার।

{tocify} $title={Table of Contents}

৯ম সপ্তাহ (অষ্টম) ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১

৯ম সপ্তাহের বাংলা এসাইনমেন্টটি খুব মজাদার একটি কবিতা অবলম্বনে করা হয়েছে। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ”দুই বিঘা জমি”। বাংলা এসাইনমেন্ট ক্লাস ৮ প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে উত্তর লিখতে হবে। তাহলে চলো দেখে নাও নবম সপ্তাহ অষ্টম শ্রেণির বাংলা এসাইনমেন্ট প্রশ্নগুলো।

৯ম সপ্তাহ ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট প্রশ্ন

৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট ক্রমঃ

অধ্যায় ও অধ্যায়ের শিরোনামঃ কবিতা।

এসাইনমেন্ট বিষয়বস্তুঃ “দুই বিঘা জমি” রবীন্দ্রনাথ ঠাকুর।

এসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ 

বর্ণনাধর্মী গদ্যে রুপান্তর

বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারি দিকে চেয়ে দেখি

........

ঝুট-বীধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি।

“দুই বিষ্বা জমি” কবিতাটির উক্ত পঙুক্তিগুলো (৪৯-৬২) গদ্যে রূপান্তর

$ads={1}

এসাইনমেন্ট নির্দেশনাঃ “দুই বিঘা জি” কবিতা, শব্দার্থ ও টীকা, পাঠ. পরিচিতি পড়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যেতে পারে।

মূল্যায়ন রুব্রিক্সঃ

ক. অভি উত্তম

  • ১. বিষয়বন্ুর সঠিকতা ও ধারাবাহিকতা,
  • ২.তথ্য, তত্ব, ধারণা, সুত্র ইত্যাদি বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ
  • ৩. লেখায় লক্ষ্যণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
  • ৪. সার্থক বাক্যের যথাযথ প্রয়োগ 

থ. উত্তম

  • ১. বিষয়বন্ুর সঠিকতা ও ধারাবাহিকতা,
  • ২.তথ্য, তত্ব, ধারণা, সুত্র ইত্যাদি বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ 
  • ৩. লেখায় সামান্য মাত্রায় নিজন্বতা ও সৃজনশীলতা
  • ৪. সার্থক বাকা ব্যবহারে ঘাটতি

গ. ভালো

  • ১. বিষয়বস্তুর সঠিকতা থাকলেও ধারাবাহিকতার অভাব,
  • ২.লেখায় তথ্য, তন্ব, ধারণা, সুত্র ইত্যাদি বিষয়বস্তুর সাথে আংশিকভাবে সঙ্গতিপূর্ণ
  • ৩. লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
  • ৪. সার্থক বাক্য বাবহারে ঘাটতি)

ঘ. অগ্রগতি প্রয়োজন

  • ১. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতার অভাব,
  • ২.লেখায় তথ্য, তন্ত, ধারণা, সূত্র ইত্যাদি বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ নয়।
  • ৩. লেখায় নিজন্বতা ও সৃজনশীলতার অভাব
  • ৪. সার্থক বাক্য ব্যবহারে ঘাটতি)

৯ম সপ্তাহ ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট প্রশ্ন

উপরের প্রশ্নগুলো পড়ে তোমরা কী বুঝলে? তোমাদের বইয়ে যে দুই বিঘা জমি নামে একটা কবিতা আছে সেটা নিশ্চয় তোমাদের আগেই জানা আছে। এটি রবীন্দ্রনাথের একটি সুন্দর কবিতা। তাই এটা নতুন বই পাওয়ার সাথে সাথে নিশ্চয় তোমাদের পড়া হয়ে গেছে। যদি তোমাদের কেউ না পড়ে থাকো তবে এসাইনমেন্টটি লেখার আগে কবিতাটি পড়ে আস। এবং অবশ্যই করে ঐ দুটি লাইন বার বার পড়বে। সাথে তোমাদের বইয়ে দেওয়া কবিতাটির মূলভাব পড়তে কিন্তু ভূলবেনা। সব পড়ার পড়ে যদি তোমাদের কবিতাটি বুঝতে সমস্যা হয় তাহলে অন্য কারো সাহায্য নিতে পার। ৯ম সপ্তাহের বাংলা এসাইনমেন্টটির নমুনা উত্তর দেখতে নিচে চোখ রাখ।

৯ম সপ্তাহ ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর

এসাইনমেন্ট শুরু

৯ম সপ্তাহ ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর

৯ম সপ্তাহ ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর 1


এসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

$ads={2}

কোনো কবিতা যখন আমরা পড়ি তখন কিন্তু সেই কবিতাটি আমাদের মনের মধ্যে গদ্য আকারেই ফুটে ওঠে বা আমরা সেটা গদ্য বা গল্পের আকারেই কল্পনা করি। তাই কবিতাটি পড়েই হয়তো তোমরা এটাকে মনে মনে গদ্যের রুপ দিয়ে ফেলেছিলে। তাই তোমাদের উত্তরটি লিখতে সহজ হয়েছে। এরকম সহজ ভাষায় উত্তর পেতে তোমরা আমাদের সাইটের সাথেই থেকো।

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বাংলা উত্তর ২০২১ ৯ম সপ্তাহের

তোমরা ৮ম শ্রেনির শিক্ষার্থী যারা ৯ম সপ্তাহের বাংলা এসাইনমেন্টটি লিখেছো তারা হয়তো এবার ৯ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্টটি খুজবে। তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বিজ্ঞান এসাইনমেন্টটি আমাদের সাইটে প্রকাশিত হয়েছে উপরের লিংক থেকে তোমরা সেটি দেখতে পারো। 

৮ম শ্রেণির সকল সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর পেতে সমস্য ও সমাধান ফেজবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখ। তাহলে তোমরা অতি দ্রুত ও কোনো ঝামেলা বাদেই সমাধানগুলি পেয়ে যাবে। নিচে সমস্যা ও সমাধান পেজটির লিংক দেওয়া হলো। সাথে সকল শ্রেণির এসাইনমেন্ট উত্তর নিয়ে একটি ফেজবুক গ্রুপ আছে তোমরা সেই গ্রুপে জয়েন করো।

৮ম শ্রেণির বাংলা ৯ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১

আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন