৭ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২

৭ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২


সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকের আয়োজন ৭ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২। এখানে তোমাদের প্রথম সপ্তাহের সপ্তম শ্রেণীর গণিত ২০২২ এর উত্তর প্রদান করা হয়েছে।

{tocify} $title={Table of Contents}

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তোমাদের ২০২২ সালের এসাইনমেন্ট প্রকাশ করেছে।  এটি হচ্ছে তোমাদের ২০২২ সালের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট।  তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাদের এই ১ম সপ্তাহ এসাইনমেন্ট ২০২২ এ দুইটি বিষয় রয়েছে।  একটি হচ্ছে বাংলা এবং অন্যটি হচ্ছে গণিত।  আমার আজকের এই পোস্টের মাধ্যমে তোমাদের সেই প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর নমুনা উত্তর প্রদান করব।

সপ্তম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২

৭ম শ্রেণীর ১ম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই এসাইনমেন্টটি  গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে।  অ্যাসাইনমেন্ট এর মূল বিষয় হচ্ছে মুলোদ অমুলোদ সংখ্যা।  করোনাকালীন সময়ে বিদ্যালয় পুরোপুরি চালু না হওয়ায় হয়তো তোমাদের গণিতের এই অধ্যায়টি সম্পূর্ণরূপে করা হয়ে ওঠেনি।  তবে তোমরা যারা বাসায় টিউটর নিয়ে পড়ছো তারা নিশ্চয় গণিত প্রথম অধ্যায়ের মুলোদ অমুলোদ সম্পর্কে পড়ালেখা করেছো।

$ads={1}

গণিত অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমাদের অনেক সময়ের প্রয়োজন হয় না বা বেশি লেখার প্রয়োজন হয় না।  এটি খুব সংক্ষেপে তোমরা লিখতে পারবে।  গণিত প্রথম শ্রেণি অ্যাসাইনমেন্ট টি চারটি প্রশ্ন ভাগ করা হয়েছে।  তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে আজকের অ্যাসাইনমেন্ট কত সহজ হতে চলেছে।  সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে ১ম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্টটির প্রশ্নগুলো দেখে নিই।

৭ম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন

অ্যাসাইনমেন্ট শিরোনামঃ প্রথম অধ্যায়ঃ (মুলদ ও অমুদ সংখ্যা) মূলদ ও অমূলদ সংখ্যার ধারণা এবং বিভিন্ন ধরণের সংখ্যার বর্গমূল নির্ণয়।

শিখনফল/ বিষয়বস্তুঃ

১. মূলদ ও অমুলদ সংখ্যা শনাক্ত করতে পারবে।

২. উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে।

৩. সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনে সমস্যার সমাধান করতে পারবে।

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত):

আমিনা বেগম উচ্চ বিদ্যালয়ের ১০৮০ জন শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশে সভাতে গিয়ে শিক্ষক দেখলেন তাদেরকে বর্গাকারে সাজানো যায় না।

$ads={1}

ক. √২৪, √৭, ০, ৫, ১৬ মূলদ ও অমূলদ সংখ্যা চিহ্নিত করে কারণ লিখ। উপরের প্রশ্নে আছে।
খ. কমপক্ষে কতজন শিক্ষার্থী যোগ দিলে শিক্ষার্থীর দলকে বর্গাকারে সাজানো যাবে?
গ. শিক্ষার্থী সংখ্যাকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
ঘ. শিক্ষার্থী সংখ্যাকে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় কর।

উপরের প্রশ্নগুলোর দেখে তোমাদের কি মনে হচ্ছে?  প্রশ্নগুলো কি খুব কঠিন? নিশ্চয় না।  আর যদি কঠিন মনে হয় ও থাকে তবে নিচের নমুনা উত্তরটি তোমরা ভাল ভাবে দেখলে এটি তোমাদের কাছে সহজ মনে হবে।  তো চলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা আমরা গণিত ১ম সপ্তাহে অ্যাসাইনমেন্ট ২০২২ এর নমুনা উত্তরটি দেখে নিই।

১ম সপ্তাহ সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ সমাধান

অ্যাসাইনমেন্ট শুরু

’ক’ প্রশ্নের উত্তর

√২৪, √৭, ০, ৫, ১৬ মূলদ ও অমূলদ সংখ্যা চিহ্নিত করণ

√২৪, √৭, ০, ৫, ১৬ মূলদ ও অমূলদ সংখ্যা চিহ্নিত

√২৪, √৭, ০, ৫, ১৬ মূলদ ও অমূলদ সংখ্যা চিহ্নিত ১


’খ’ প্রশ্নের উত্তর
$ads={1}


কমপক্ষে কতজন শিক্ষার্থী যোগ দিলে শিক্ষার্থীর দলকে বর্গাকারে সাজানো যাবে

কমপক্ষে কতজন শিক্ষার্থী যোগ দিলে শিক্ষার্থীর দলকে বর্গাকারে সাজানো যাবে

’গ’ প্রশ্নের উত্তর

শিক্ষার্থী সংখ্যাকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে


’ঘ’ প্রশ্নের উত্তর

শিক্ষার্থী সংখ্যাকে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় কর।

অ্যাসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

$ads={1}

সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপরের নমুনা উত্তর দেখেছ।  তোমাদের যদি মনে হয় কোথাও সংযোজন অথবা কোথাও  বিয়োজন করতে হবে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে।  অথবা সেই সাথে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করবে।  আজকের সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ ২০২২ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের স্বার্থে এটি শেয়ার করতে পারো।


1 মন্তব্যসমূহ

  1. সপ্তম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইংরেজি এবং বাংলাদেশ বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট সমাধান দিন

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন